আনওয়ারুল হাদীস

তওবার দ্বারা আল্লাহ কেমন খুশী হন? -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং:৫৮৭০
আন্তর্জাতিক নং: ৬৩০৯
৩৩৪৭. তাওবা করা।
৫৮৭০। ইসহাক ও হুদবাহ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাআলা বান্দার তাওবার কারণে সেই লোকটির চাইতেও অনেক বেশী খুশী হন, যে লোকটি মরুভূমিতে তার উট হারিয়ে পরে আবার তা পেয়ে যায়।
باب التَّوْبَةِ
حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَحَدَّثَنَا هُدْبَةُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اللَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ عَبْدِهِ مِنْ أَحَدِكُمْ سَقَطَ عَلَى بَعِيرِهِ، وَقَدْ أَضَلَّهُ فِي أَرْضِ فَلاَةٍ ".