আনওয়ারুল হাদীস
অবিবাহিত নারী-পুরুষের যিনার দণ্ড -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৩৫৫৬
প্রথম অনুচ্ছেদ
৩৫৫৬। হযরত যায়দ ইবনে খালেদ (রাঃ) বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে শুনিয়াছি যে, অবিবাহিত ব্যক্তি যিনায় লিপ্ত হইলে তাহাকে তিনি একশত চাবুক মারা ও এক বৎসরের জন্য দেশান্তর করার নির্দেশ করিতেন। -বুখারী
وَعَنْ زَيْدِ بْنِ خَالِدٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ فِيمَنْ زَنَى وَلَمْ يُحْصَنْ جَلْدَ مِائَةٍ وَتَغْرِيبَ عَامٍ. رَوَاهُ البُخَارِيّ

তাহকীক:
তাহকীক চলমান