আনওয়ারুল হাদীস

সন্তানের জন্য বড় উপঢৌকন হচ্ছে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেয়া -এর বিষয়সমূহ

টি হাদীস

জামে' তিরমিযী

হাদীস নং:১৯৫২
আন্তর্জাতিক নং: ১৯৫২
সন্তানকে আদব শিক্ষা দেওয়া।
১৯৫৮। নসর ইবনে আলী (রাহঃ) ......... আইয়ুব ইবনে মুসা তার পিতা তার পিতামহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পিতা তার সন্তানকে ভাল আদব শিক্ষা দেওয়া অপেক্ষা মর্যাদাবান আর কোন জিনিস দান করতে পারেন না।
باب مَا جَاءَ فِي أَدَبِ الْوَلَدِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَامِرُ بْنُ أَبِي عَامِرٍ الْخَزَّازُ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُوسَى، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَامِرِ بْنِ أَبِي عَامِرٍ الْخَزَّازِ وَهُوَ عَامِرُ بْنُ صَالِحِ بْنِ رُسْتُمَ الْخَزَّازُ وَأَيُّوبُ بْنُ مُوسَى هُوَ ابْنُ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِي . وَهَذَا عِنْدِي حَدِيثٌ مُرْسَلٌ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান