আনওয়ারুল হাদীস

ওলীমায় কেবল ধনীদেরকে দাওয়াত করবে না -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং : ৪৮৭৭
আন্তর্জাতিক নং: ৫২৫৪
২৭৭১. তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সামনাসামনি হয়ে তালাক দিবে ?
৪৮৭৭। হুমাইদী (রাহঃ) ......... আওযাঈ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি যুহরী (রাহঃ) -কে জিজ্ঞাসা করলাম, নবী (ﷺ) -এর কোন সহধর্মিনা তার থেকে পরিত্রাণ চেয়েছিল? উত্তরে তিনি বললেনঃ ‘উরওয়া ‘আয়েশা (রাযিঃ) থেকে আমার নিকট বর্ণনা করেছেন যে, জাওনের কন্যাকে যখন রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট (একটি ঘরে) পাঠানো হল আর তিনি তার নিকটবর্তী হলেন, তখন সে বলল! আমি তোমার থেকে আল্লাহর নিকট পানাহ চাচ্ছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন তুমি তো এক মহান সত্তার কাছে পানাহ চেয়েছ তুমি তোমার পরিবারের কাছে চলে যাও। আবু আব্দুল্লাহ (ইমাম বুখারী) (রাহঃ) বলেন হাদীসটি হাজ্জাজ ইবনে আবু মানীও বর্ণনা করেছেন, তার পিতামহ থেকে তিনি যুহরী থেকে, তিনি ‘উরওয়া থেকে এবং তিনি ‘আয়েশা (রাযিঃ) থেকে।
باب مَنْ طَلَّقَ وَهَلْ يُوَاجِهُ الرَّجُلُ امْرَأَتَهُ بِالطَّلاَقِ
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ سَأَلْتُ الزُّهْرِيَّ أَىُّ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اسْتَعَاذَتْ مِنْهُ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ ابْنَةَ الْجَوْنِ لَمَّا أُدْخِلَتْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَدَنَا مِنْهَا قَالَتْ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ. فَقَالَ لَهَا " لَقَدْ عُذْتِ بِعَظِيمٍ، الْحَقِي بِأَهْلِكِ ". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ رَوَاهُ حَجَّاجُ بْنُ أَبِي مَنِيعٍ عَنْ جَدِّهِ عَنِ الزُّهْرِيِّ أَنَّ عُرْوَةَ أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ قَالَتْ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান