আনওয়ারুল হাদীস
বিশেষ প্রয়োজনে এবং পরিশোধ করে দেয়ার ইচ্ছায় ঋণ করা যায় -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সুনানে নাসায়ী
হাদীস নং:৪৬৮৩
আন্তর্জাতিক নং: ৪৬৮৩
কর্জ নেওয়া
৪৬৮৩. আমর ইবনে আলী (রাহঃ) ......... ইসমাঈল ইবনে ইবরাহীম ইবনে আব্দুল্লাহ ইবনে আবু রাবীআ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) আমার নিকট হতে চল্লিশ হাজার দিরহাম কর্জ নিয়েছিলেন। এরপর তাঁর নিকট মাল আসলে তিনি তা আদায় করে বলেনঃ আল্লাহ্ তাআলা তোমার ঘরে এবং মালে বরকত দান করুন। কর্জের বিনিময় তো এই যে, লোক কর্জদাতার কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং তা আদায় করবে।
الِاسْتِقْرَاضُ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ عَنْ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي رَبِيعَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ اسْتَقْرَضَ مِنِّي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعِينَ أَلْفًا فَجَاءَهُ مَالٌ فَدَفَعَهُ إِلَيَّ وَقَالَ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالْأَدَاءُ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: