আনওয়ারুল হাদীস

কোন দ্রব্য বন্ধক রেখে বাকীতে পণ্য ক্রয় -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং:২৭১৫
আন্তর্জাতিক নং: ২৯১৬
১৮৩০. নবী (ﷺ)-এর বর্ম এবং যুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত তাঁর জামা সম্পর্কিত।
২৭১৫। মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)- এর ইন্‌তিকালের সময় তাঁর বর্মটি ত্রিশ সা‘- এর বিনিময়ে এক ইয়াহুদীর কাছে বন্ধক ছিল। মুআল্লা আব্দুল ওয়াহিদ (রাহঃ) সূত্রে আ‘মাশ (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন যে, নবী (ﷺ) তাঁর লৌহবর্ম বন্ধক রেখেছিলেন। আর ইয়ালা (রাহঃ) আমাশ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, বর্মটি ছিল লোহার।
بَابُ مَا قِيلَ فِي دِرْعِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالقَمِيصِ فِي الحَرْبِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ بِثَلاَثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ. وَقَالَ يَعْلَى حَدَّثَنَا الأَعْمَشُ دِرْعٌ مِنْ حَدِيدٍ. وَقَالَ مُعَلًّى حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الأَعْمَشُ وَقَالَ رَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ.