আনওয়ারুল হাদীস
মদের ব্যবসা হারাম -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং:২০৮৫
আন্তর্জাতিক নং: ২২২৬
১৩৮১. শরাবের ব্যবসা হারাম।
২০৮৫. মুসলিম (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন সূরা বাকারার শেষ আয়াতগুলো নাযিল হলো, তখন নবী (ﷺ) বের হয়ে বললেন, শরাবের ব্যবসা হারাম করা হয়েছে।
باب تَحْرِيمِ التِّجَارَةِ فِي الْخَمْرِ
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ لَمَّا نَزَلَتْ آيَاتُ سُورَةِ الْبَقَرَةِ عَنْ آخِرِهَا خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " حُرِّمَتِ التِّجَارَةُ فِي الْخَمْرِ ".

তাহকীক:
তাহকীক চলমান