আনওয়ারুল হাদীস
ক্রয়-বিক্রয়ে বড় মনের পরিচয় দেওয়া উচিত -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং : ১৯৪৫
আন্তর্জাতিক নং: ২০৭৫
১২৯১. লোকের উপার্জন এবং নিজ হাতে কাজ করা
১৯৪৫. ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ......... যুবাইর ইবনে আওয়াম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কারো পক্ষে তার রশি নিয়ে কাঠ সংগ্রহ করতে বের হওয়া তার সাওয়াল করা থেকে উত্তম।
আবু নুআঈম (রাহঃ) বলেন, মুহাম্মাদ ইবনে সাওয়াব ও ইবনে নুমাইর (রাহঃ), হিশাম (রাহঃ)-এর মাধ্যমে তার পিতা থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
باب كَسْبِ الرَّجُلِ وَعَمَلِهِ بِيَدِهِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ أَحْبُلَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ ".