আনওয়ারুল হাদীস
মদীনায় মৃত্যু বিরাট সৌভাগ্য -এর বিষয়সমূহ
১ টি হাদীস
জামে' তিরমিযী
হাদীস নং:৩৯১৭
আন্তর্জাতিক নং: ৩৯১৭
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯১৭। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : নবী (ﷺ) বলেছেন : মদীনায় মৃত্যুবরণ করা যদি কারো পক্ষে সম্ভব হয়, তবে সে যেন মদীনায় মারা যায় । কেননা যে ব্যক্তি এখানে মারা যাবে, আমি তার জন্য শাফাআত করব।
এ বিষয়ে সুবায়ইয়া বিনত হারিছ আসলামিয়্যা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে ৷ আযাব সাখতিয়ানী (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি এ সূত্রে হাসান-সাহীহ-গারীব।
باب في فضل المدينة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ اسْتَطَاعَ أَنْ يَمُوتَ بِالمَدِينَةِ فَلْيَمُتْ بِهَا، فَإِنِّي أَشْفَعُ لِمَنْ يَمُوتُ بِهَا» وَفِي البَابِ عَنْ سُبَيْعَةَ بِنْتِ الحَارِثِ الأَسْلَمِيَّةِ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ»

তাহকীক:
তাহকীক চলমান