আনওয়ারুল হাদীস

শিশুদের হজ্জ -এর বিষয়সমূহ

টি হাদীস

জামে' তিরমিযী

হাদীস নং:৯২৪
আন্তর্জাতিক নং: ৯২৪
শিশুদের হজ্জ।
৯২৬. মুহাম্মাদ ইবনে তারীফ আল-কুফী (রাহঃ) ..... জাবির ইবনে আব্দিল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক মহিলা তার এক শিশুকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে তুলে ধরে বলল, ইয়া রাসূলাল্লাহ এরও কি হজ্জ হবে? তিনি বললেন হ্যাঁ আর এজন্য তোমার সাওয়াব হবে। - ইবনে মাজাহ, মুসলিম এই বিষয়ে ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। জাবির (রাযিঃ) বর্ণিত হাদীসটি গারীব।
باب مَا جَاءَ فِي حَجِّ الصَّبِيِّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ الْكُوفِيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ رَفَعَتِ امْرَأَةٌ صَبِيًّا لَهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَلِهَذَا حَجٌّ قَالَ " نَعَمْ وَلَكِ أَجْرٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ غَرِيبٌ .