আনওয়ারুল হাদীস

একটি নফল রোযার লাভ -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:২০৭৪
৬. তৃতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৭৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে এক দিন রোযা রাখিবে, আল্লাহ্ তা'আলা তাহাকে দোযখ হইতে দূরে রাখিবেন একটি কাক – বাচ্চা কাল হইতে অতি বৃদ্ধ হইয়া মৃত্যুবরণ করা পর্যন্ত যতদূর উড়িতে পারে ততদূরে (অর্থাৎ বহুদূরে)। – আহমদ।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ بَعَّدَهُ اللَّهُ مِنْ جَهَنَّمَ كَبُعْدِ غُرَابٍ طَائِرٍ وَهُوَ فرخ حَتَّى مَاتَ هرما» . رَوَاهُ أَحْمد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান