আনওয়ারুল হাদীস

রমযানের শেষ দশ দিন ইতিকাফ করা সুন্নত -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং:১৮৯৮
আন্তর্জাতিক নং: ২০২৫
১২৫৮. ই’তিকাফ অধ্যায়ঃ রমযানের শেষ দশকে ই’তিকাফ এবং ই’তিকাফ সব মসজিদেই হয়।
১৮৯৮। ইসমাঈল ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রমযানের শেষ দশক ইতিকাফ করতেন।
كِتَابُ الِاعْتِكَافِ بَابُ الِاعْتِكَافِ فِي العَشْرِ الأَوَاخِرِ، وَالِاعْتِكَافِ فِي المَسَاجِدِ كُلِّهَا
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، أَنَّ نَافِعًا، أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান