আনওয়ারুল হাদীস
সওয়াল করতে বাধ্য হলে নেক বান্দাদের কাছে সওয়াল করবে -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:১৮৫৩
৪. তৃতীয় অনুচ্ছেদ - যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল
১৮৫৩। তাবেয়ী ইবনে ফেরাসী হইতে বর্ণিত আছে, তাহার পিতা ফেরাসী বলিয়াছেন, আমি একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি কি কাহারও নিকট কিছু চাহিতে পারি? নবী করীম (ﷺ) বলিলেন না। যদি অগত্যা তোমার তাহা চাহিতেই হয়, তবে নেক ব্যক্তিদের নিকট চাহিবে। —আবু দাউদ ও নাসায়ী
عَنِ ابْنِ الْفِرَاسِيِّ أَنَّ الْفِرَاسِيَّ قَالَ: قُلْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْأَلُ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا وَإِن كنت لابد فسل الصَّالِحين» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

তাহকীক:
তাহকীক চলমান