আনওয়ারুল হাদীস
কারো মৃত্যু এবং শোকের সময় মুখে আঘাত করা ও কাপড় ছিড়ে ফেলা জায়েয নয় -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং:১২১৭
আন্তর্জাতিক নং: ১২৯৪
৮১৮. যারা জামার বুক ছিড়েঁ ফেলে তারা আমাদের তরীকাভুক্ত নয়।
১২১৭। আবু নু’আইম (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ যারা (মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশে) গাল চাপড়ায়, জামার বুক ছিড়েঁ ফেলে এবং জাহিলী যুগের মত চিৎকার দেয়, তারা আমাদের তরীকাভূক্ত নয়।
باب لَيْسَ مِنَّا مَنْ شَقَّ الْجُيُوبَ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا زُبَيْدٌ الْيَامِيُّ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَيْسَ مِنَّا مَنْ لَطَمَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ ".

তাহকীক:
তাহকীক চলমান