আনওয়ারুল হাদীস

মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য খাবার পাঠানো -এর বিষয়সমূহ

টি হাদীস

জামে' তিরমিযী

হাদীস নং:৯৯৮
আন্তর্জাতিক নং: ৯৯৮
মৃত ব্যক্তির পরিবার-পরিজনদের জন্য আহার্য প্রস্তুত করা।
৯৯৮. আহমাদ ইবনে মানী ও আলী ইবনে হুজর (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে জা’ফার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জা’ফার (রাযিঃ)-এর মৃত্যু সংবাদ এলে নবী (ﷺ) বলেছিলেন, জাফর-এর পরিবারের জন্য তোমরা খানা প্রস্তুত কর। কেননা, তাদের এমন খবর এসেছে যে, তা নিয়ে তারা ব্যতিব্যস্ত রয়েছে। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান। মুর্দার পরিবারের মুসীবত জনিত ব্যবস্তার কারণে তাদেরকে কিছু আহার্য হিসাবে প্রেরণ করা মুস্তাহাব বলে কোন কোন আলিম মত প্রদান করেছেন। এ হলো ইমাম শাফিঈ (রাহঃ) এর অভিমত। রাবী জা’ফর ইবনে খালিদ হলেন ইবনে সারা। তিনি ছিকাহ ও নির্ভরযোগ্য। তাঁরা বরাতে ইবনে জুরায়জ (রাহঃ)ও হাদীস বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي الطَّعَامِ يُصْنَعُ لأَهْلِ الْمَيِّتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ جَعْفَرِ بْنِ خَالِدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ لَمَّا جَاءَ نَعْىُ جَعْفَرٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اصْنَعُوا لأَهْلِ جَعْفَرٍ طَعَامًا فَإِنَّهُ قَدْ جَاءَهُمْ مَا يَشْغَلُهُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ كَانَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى أَهْلِ الْمَيِّتِ شَيْءٌ لِشُغْلِهِمْ بِالْمُصِيبَةِ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ . قَالَ أَبُو عِيسَى وَجَعْفَرُ بْنُ خَالِدٍ هُوَ ابْنُ سَارَةَ وَهُوَ ثِقَةٌ رَوَى عَنْهُ ابْنُ جُرَيْجٍ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান