আনওয়ারুল হাদীস

নিজে যবেহ করতে না পারলে কুরবানী যবেহ করার সময় কাছে উপস্থিত থাকা ভাল -এর বিষয়সমূহ

টি হাদীস

ফিকহুস সুনান

হাদীস নং:২৩২২
কুরবানীর পশুর জবাইয়ের সময় তার কাছে দাঁড়ানো এবং কুরবানীর মর্যাদা
(২৩২২) আবু সায়ীদ খুদরি রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফাতিমা রা.কে বলেন, তুমি তোমার কুরবানীর পশুর পাশে গিয়ে দাঁড়াও এবং তা প্রত্যক্ষ করো। কারণ পশুটির রক্তের প্রথম ফোঁটা নির্গত হওয়ার সাথে সাথে তোমার প্রাপ্য হল যে, তোমার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করা হবে। তিনি (ফাতিমা) বললেন, হে আল্লাহর রাসূল, বিষয়টি আমাদের নবী পরিবারের সদস্যদের জন্য বিশেষ বিষয়, না কি আমাদের ও সকল মুসলিমদের জন্য সমানভাবে প্রাপ্য? তিনি বলেন, বরং এই বিষয়টি আমাদের ও সকল মুসলিমের জন্য সমান।
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم لفاطمة: قومي إلى أضحيتك فاشهديها فإن لك بأول قطرة تقطر من دمها يغفر لك ما سلف من ذنوبك قالت: يا رسول الله هذا لنا أهل البيت خاصة أو لنا وللمسلمين عامة؟ قال: بل لنا وللمسلمين عامة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান