আনওয়ারুল হাদীস

বিতরের নামায আদায় করার তাকীদ -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:১২৭৮
৩৫. তৃতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৭৮। হযরত বুরায়দা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, বিতির হক (অপরিহার্য); সুতরাং যে বিতির পড়িবে না সে আমাদের দলের অন্তর্গত নহে। বিতির হক, সুতরাং যে বিতির পড়িবে না সে আমাদের দলের অন্তর্গত নহে। বিতির হক, সুতরাং যে বিতির পড়িবে না সে আমাদের দলের অন্তর্গত নহে। —আবু দাউদ
وَعَن بُرَيْدَة قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْوَتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا الْوَتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا الْوَتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا» . رَوَاهُ أَبُو دَاوُدَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা