আনওয়ারুল হাদীস

কবরের দিকে ফিরে নামায পড়া মাকরূহ -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ মুসলিম

হাদীস নং:২১২৩
আন্তর্জাতিক নং: ৯৭২ -
২৭. কবরের উপর বসা ও নামায আদায়ে নিষেধাজ্ঞা
২১২৩। হাসান ইবনে রাবী বাজালী (রাহঃ) ......... আবু মারসাদ আল গানাভী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি তোমরা কবরকে সামনে করে নামায আদায় করো না এবং কবরের উপর বসো না।
باب النَّهْىِ عَنِ الْجُلُوسِ، عَلَى الْقَبْرِ وَالصَّلاَةِ عَلَيْهِ
وَحَدَّثَنَا حَسَنُ بْنُ الرَّبِيعِ الْبَجَلِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ، عَنْ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ تُصَلُّوا إِلَى الْقُبُورِ وَلاَ تَجْلِسُوا عَلَيْهَا" .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান