আনওয়ারুল হাদীস

মসজিদে কফ, থুথু ফেলা নিষেধ -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং:৪০৪
আন্তর্জাতিক নং: ৪১৫
২৭৮। মসজিদে থুথু ফেলার কাফফারা
৪০৪। আদম (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, মসজিদে থুথু ফেলা গুনাহ, আর তার কাফফারা (প্রতিকার) হল তা পুঁতে ফেলা।
باب كَفَّارَةِ الْبُزَاقِ فِي الْمَسْجِدِ
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الْبُزَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ، وَكَفَّارَتُهَا دَفْنُهَا ".
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান