আনওয়ারুল হাদীস

ফরয গোসল বিলম্বিত করা উচিত নয় -এর বিষয়সমূহ

টি হাদীস

সুনানে আবু দাউদ

হাদীস নং:২২৭
আন্তর্জাতিক নং: ২২৭
৯০. সহবাসজনিত অপবিত্রতার পর বিলম্বে গোসল করা সম্পর্কে।
২২৭. হাফস ইবনে উমর .... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেন, যে ঘরে ছবি কুকুর ও অপবিত্র লোক থাকে- সেখানে রহমতের ফিরিশতাগগ (নতুন রহমতসহ) প্রবেশ করেন না।
باب فِي الْجُنُبِ يُؤَخِّرُ الْغُسْلَ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نُجَىٍّ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، - رضى الله عنه - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلاَ كَلْبٌ وَلاَ جُنُبٌ " .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান