আনওয়ারুল হাদীস

জান্নাত কিসের তৈরী? -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৫৬৩০
দ্বিতীয় অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬৩০। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্ তা'আলা সমগ্র মাখলুককে কিসের দ্বারা তৈয়ার করিয়াছেন? তিনি বলিলেনঃ পানি দ্বারা। আবার জিজ্ঞাসা করিলাম, জান্নাতের নির্মাণ কিসের দ্বারা? তিনি বলিলেন ; এক ইট স্বর্ণের এবং এক ইট রৌপ্যের। উহার খামির বা মসল্লা হইল সুগন্ধময় কস্তুরী এবং উহার কংকর মনি-মুক্তা আর জাফরানের মাটি। যে ব্যক্তি উহাতে প্রবেশ করিবে সে সুখে-স্বচ্ছন্দে থাকিবে, কখনও হতাশা বা দুশ্চিন্তায় পতিত হইবে না। সেখানে চিরস্থায়ী থাকিবে, কখনও মরিবে না, তাহাদের পোশাক-পরিচ্ছদ ময়লা-পুরানা হইবে না এবং তা তাহাদের যৌবনও শেষ হইবে না। —আহমদ, তিরমিযী ও দারেমী
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَلْتُ: يَا رَسُولَ اللَّهِ مِمَّ خُلِقَ الْخَلْقُ؟ قَالَ: «مِنَ الْمَاءِ» . قُلْنَا: الْجَنَّةُ مَا بِنَاؤُهَا؟ قَالَ: «لَبِنَةٌ مِنْ ذَهَبٍ وَلَبِنَةٌ مِنْ فِضَّةٍ وَمِلَاطُهَا الْمِسْكُ الْأَذْفَرُ وَحَصْبَاؤُهَا اللُّؤْلُؤُ وَالْيَاقُوتُ وَتُرْبَتُهَا الزَّعْفَرَانُ مَنْ يَدْخُلُهَا يَنْعَمُ وَلَا يَبْأَسُ وَيَخْلُدُ وَلَا يَمُوتُ وَلَا يَبْلَى ثِيَابُهُمْ وَلَا يَفْنَى شَبَابُهُمْ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيّ والدارمي
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান