আনওয়ারুল হাদীস
শত্রুর মুকাবিলায় কি দু'আ পড়বে -এর বিষয়সমূহ
১ টি হাদীস
জামে' তিরমিযী
হাদীস নং:৩৫৮৪
আন্তর্জাতিক নং: ৩৫৮৪
যুদ্ধকালীন দুআ
৩৫৮৪. নসর ইবনে আলী জাহযামী (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) যুদ্ধে এই দুআ পাঠ করতেনঃ
اللَّهُمَّ أَنْتَ عَضُدِي وَأَنْتَ نَصِيرِي وَبِكَ أُقَاتِلُ
হে আল্লাহ! আপনিই শক্তি, আপনিই আমার সাহায্যদাতা, আর আপনার তাওফীকেই তো আমি লড়াই করি।আবু দাউদ
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব। عَضُدِي শব্দের অর্থ হলো সাহায্যকারী।
باب فِي الدُّعَاءِ إِذَا غَزَا
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، أَخْبَرَنِي أَبِي، عَنِ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا غَزَا قَالَ " اللَّهُمَّ أَنْتَ عَضُدِي وَأَنْتَ نَصِيرِي وَبِكَ أُقَاتِلُ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَمَعْنَى قَوْلِهِ عَضُدِي . يَعْنِي عَوْنِي .

তাহকীক:
তাহকীক চলমান