আনওয়ারুল হাদীস

তাসবীহে ফাতেমী -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:২৩৮৮
৪. প্রথম অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৩৮৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা হযরত ফাতেমা (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা চাকর চাহিতে আসিলেন। তিনি বলিলেন: আমি কি তোমাকে এমন কথা বাতলাইব না, যাহা তোমার পক্ষে চাকর অপেক্ষা উত্তম হইবে–প্রত্যেক নামাযের সময় ও শুইবার কালে বলিবে, ৩৩ বার 'সুবহানাল্লাহ, ৩৩ বার 'আলহামদু লিল্লাহ্' ও ৩৪ বার 'আল্লাহু আকবর'। —মুসলিম
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَتْ فَاطِمَةُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْأَلُهُ خَادِمًا فَقَالَ: «أَلَا أَدُلُّكِ عَلَى مَا هُوَ خَيْرٌ مِنْ خَادِمٍ؟ تُسَبِّحِينَ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ وَتَحْمَدِينَ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ وَتُكَبِّرِينَ اللَّهَ أَرْبَعًا وَثَلَاثِينَ عِنْدَ كُلِّ صَلَاةٍ وَعِنْدَ مَنَامِكِ» . رَوَاهُ مُسْلِمٌ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান