আনওয়ারুল হাদীস

ফজরের নামাযের পর একটি বিশেষ দু'আ -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:২৪৯৮
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৯৮। হযরত বিবি উম্মে সালামা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) ফজরের নামায শেষে বলিতেন, “আল্লাহ্! আমি তোমার কাছে চাহি উপকারী জ্ঞান, কবুল হওয়ার মত আমল ও হালাল রিযিক।” –আহমদ ও ইবনে মাজাহ। আর বায়হাকী দা'ওয়াতুল কবীরে।
وَعَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ صَلَاةِ الْفَجْرِ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَعَمَلًا مُتَقَبَّلًا وَرِزْقًا طَيِّبًا» . رَوَاهُ أَحْمَدُ وَابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيّ فِي الدَّعوات الْكَبِير
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান