আনওয়ারুল হাদীস

নামাযে কোন ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা করে তা সংশোধন করা যায় -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং:৭৯২
আন্তর্জাতিক নং: ৮৩০
৫৩৮. প্রথম বৈঠকে তাশাহহুদ পাঠ করা।
৭৯২। কুতাইবা ইবনে সাঈদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মালিক (রাযিঃ) যিনি ইবনে বুহাইনা, তাঁর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে যোহরের নামায আদায় করলেন। দু’ রাক'আত পড়ার পর তিনি দাঁড়িয়ে গেলেন অথচ তাঁর বসা জরুরী ছিল। তারপর নামাযের শেষভাগে বসে তিনি দু’টো সিজদা করলেন।
باب التَّشَهُّدِ فِي الأُولَى
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا بَكْرٌ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الظُّهْرَ فَقَامَ وَعَلَيْهِ جُلُوسٌ، فَلَمَّا كَانَ فِي آخِرِ صَلاَتِهِ سَجَدَ سَجْدَتَيْنِ وَهْوَ جَالِسٌ.