আনওয়ারুল হাদীস
সংখ্যালঘু অমুসলিমদের জীবন ও সম্পদে হস্তক্ষেপ করা যাবে না -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং:৬৪৪৬
আন্তর্জাতিক নং: ৬৯১৪
২৮৯৫. যে ব্যক্তি জিম্মীকে বিনা দোষে হত্যা করে তার পাপ।
৬৪৪৬। কায়স ইবনে হাফস (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি নিরাপত্তার প্রতিশ্রুতি প্রাপ্ত কাউকে হত্যা করে, সে ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত শুঁকতে পারবে না। অথচ তার সুগন্ধি চল্লিশ বছরের দূরত্ব থেকে অনুভূত হবে।
بَابُ إِثْمِ مَنْ قَتَلَ ذِمِّيًّا بِغَيْرِ جُرْمٍ
حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الْحَسَنُ، حَدَّثَنَا مُجَاهِدٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَتَلَ نَفْسًا مُعَاهَدًا لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا يُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا ".

তাহকীক:
তাহকীক চলমান