আনওয়ারুল হাদীস
ঝগড়াটে মানুষ আল্লাহর নিকট খুবই ঘৃণিত -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং:২২৯৫
আন্তর্জাতিক নং: ২৪৫৭
১৫৩৯. মহান আল্লাহর বাণীঃ প্রকৃত পক্ষে সে কিন্তু অতি ঝগড়াটে (২:২০৪)
২২৯৫। আবু আসিম (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহর নিকট সেই লোক সবচেয়ে বেশী ঘৃণিত, যে অতি ঝগড়াটে।
باب قَوْلِ اللَّهِ تَعَالَى {وَهُوَ أَلَدُّ الْخِصَامِ}
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ أَبْغَضَ الرِّجَالِ إِلَى اللَّهِ الأَلَدُّ الْخَصِمُ ".

তাহকীক:
তাহকীক চলমান