আনওয়ারুল হাদীস
ব্যবসা-বাণিজ্য করতে হলে এ সংক্রান্ত মাসআলা জেনে নিতে হবে -এর বিষয়সমূহ
১ টি হাদীস
জামে' তিরমিযী
হাদীস নং:৪৮৭
আন্তর্জাতিক নং: ৪৮৭
নবী (ﷺ) এর উপর সালাত (দরূদ) পাঠের ফযীলত।
৪৮৭. আব্বাস ইবনে আব্দিল আযীম আল-আম্বারী (রাহঃ) ...... ইয়াকুব (রাহঃ) থেকে বর্ণিত যে, উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) বলেছেনঃ দ্বীন সম্পর্কে যার সম্যক জ্ঞান আছে সে ব্যতীত আর কেউ যেন আমাদের বাজারে লেনদেন না করে।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-গারীব। আব্বাস হলেন ইবনে আব্দুল আযীম। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ রাবী আ’লা ইবনে আব্দির রহমান হলেন ইবনে ইয়াকুব। তিনি ছিলেন হুযাফার আযাদকৃত দাস। তিনি তাবিঈ। আনাস ইবনে মালিক (রাযিঃ) এবং অপর কতিপয় সাহাবী (রাযিঃ) থেকে তিনি হাদীস শুনেছেন। তাঁর পিতা আব্দুর রহমান ইবনে ইয়াকুব (রাহঃ)-ও তাবিঈ। তিনি আবু হুরায়রা ও আবু সাঈদ আল খুদরী (রাযিঃ) থেকে হাদীস শুনেছেন। ইয়াকুব (রাহঃ)-ও ছিলেন জ্যৈষ্ঠ তাবিঈনের অন্তর্ভুক্ত। তিনি উমর (রাযিঃ)-কে পেয়েছেন এবং তাঁর বরাতে হাদীসও বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي فَضْلِ الصَّلاَةِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا عَبَّاسٌ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لاَ يَبِعْ فِي سُوقِنَا إِلاَّ مَنْ قَدْ تَفَقَّهَ فِي الدِّينِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . عَبَّاسٌ هُوَ ابْنُ عَبْدِ الْعَظِيمِ . قَالَ أَبُو عِيسَى وَالْعَلاَءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ هُوَ ابْنُ يَعْقُوبَ وَهُوَ مَوْلَى الْحُرَقَةِ وَالْعَلاَءُ هُوَ مِنَ التَّابِعِينَ سَمِعَ مِنْ أَنَسِ بْنِ مَالِكٍ وَغَيْرِهِ . وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ يَعْقُوبَ وَالِدُ الْعَلاَءِ هُوَ أَيْضًا مِنَ التَّابِعِينَ سَمِعَ مِنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَابْنِ عُمَرَ . وَيَعْقُوبُ جَدُّ الْعَلاَءِ هُوَ مِنْ كِبَارِ التَّابِعِينَ أَيْضًا قَدْ أَدْرَكَ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَرَوَى عَنْهُ . أبواب الجمعة عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .

তাহকীক:
তাহকীক চলমান