আনওয়ারুল হাদীস
ফিতনা ও নৈরাজ্যের সময় অস্ত্র বিক্রি নিষেধ -এর বিষয়সমূহ
১ টি হাদীস
ফিকহুস সুনান
হাদীস নং:২০৩৪
ফিতনা-ফাসাদ বা সন্ত্রাসের সময়ে অস্ত্র বিক্রয়ে নিষেধাজ্ঞা এবং খাদ্য-পণ্য বিক্রয়ের অনুমতি
(২০৩৪) ইমরান ইবন হুসাইন রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন ফিতনা-ফাসাদ বা গোলযোগ-সন্ত্রাসের মধ্যে অস্ত্র বিক্রয় করতে।
عن عمران بن حصين رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن بيع السلاح في الفتنة.

তাহকীক:
তাহকীক চলমান