আনওয়ারুল হাদীস
পানিতে রেখেই মাছ কিনবে না -এর বিষয়সমূহ
১ টি হাদীস
ফিকহুস সুনান
হাদীস নং:২০১৫
পানির মধ্যে থাকা অবস্থায় মাছ বিক্রয়ের নিষেধাজ্ঞা
(২০১৫) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পানির মধ্যে থাকা অবস্থায় তোমরা মাছ ক্রয় করবে না; কারণ এতে অস্পষ্টতা ও ঝুঁকি রয়েছে।
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: لا تشتروا السمك في الماء فإنه غرر

তাহকীক:
তাহকীক চলমান