আনওয়ারুল হাদীস
পাপ কাজের মান্নত করলে তা করা যাবে না, কিন্তু কাফফারা দিতে হবে -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৩৪৪৪
১. তৃতীয় অনুচ্ছেদ - মান্নত
৩৪৪৪। হযরত ইমরান ইবনে হুসাইন (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ মান্নত হইল দুই প্রকারের। সুতরাং যে কেহ নেক কাজের মান্নত করিল, তাহা আল্লাহর ওয়াস্তে হইবে। অতএব, উহা পুরা করিবে। আর যে কেহ নাফরমানীর জন্য মান্নত করিল, উহা হয় শয়তানের জন্য। সুতরাং উহা পুরা করিতে নাই; বরং কসম ভাঙ্গিলে যেইরূপ কাফ্ফারা দিতে হয় অনুরূপ কাফ্ফারা দিতে হইবে। —নাসায়ী
الْفَصْل الثَّالِث
عَن عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: النَّذْرُ نَذْرَانِ: فَمَنْ كَانَ نَذَرَ فِي طَاعَةٍ فَذَلِكَ لِلَّهِ فِيهِ الْوَفَاءُ وَمَنْ كَانَ نَذَرَ فِي مَعْصِيَةٍ فَذَلِكَ لِلشَّيْطَانِ وَلَا وَفَاء فِيهِ وَيُكَفِّرُهُ مَا يُكَفِّرُ الْيَمِينَ . رَوَاهُ النَّسَائِيُّ

তাহকীক:
তাহকীক চলমান
