আনওয়ারুল হাদীস

আল্লাহর পথে প্রবাহিত রক্তফোঁটা খুবই প্রিয় -এর বিষয়সমূহ

টি হাদীস

জামে' তিরমিযী

হাদীস নং:১৬৬৯
আন্তর্জাতিক নং: ১৬৬৯
আল্লাহর পথে পাহারার ফযীলত।
১৬৭৫। যিয়াদ ইবনে আইয়ুব (রাহঃ) ......... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, দুটো ফোটা এবং দুটো চিহ্ন থেকে আল্লাহর কাছে আর অধিক প্রিয় কিছুই নেই, আল্লাহর ভয়ে রোদনের অশ্রুফোটা এবং আল্লাহর পথে প্রবাহিত রক্তের ফোটা। আর দুটো চিহ্ন হলো, আল্লাহর পথে (আঘাতের) চিহ্ন এবং আল্লাহ নির্ধারিত কোন ফরয ইবাদত আদায়ের চিহ্ন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْمُرَابِطِ
حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا الْوَلِيدُ بْنُ جَمِيلٍ الْفِلَسْطِينِيُّ، عَنِ الْقَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ قَطْرَتَيْنِ وَأَثَرَيْنِ قَطْرَةٌ مِنْ دُمُوعٍ فِي خَشْيَةِ اللَّهِ وَقَطْرَةُ دَمٍ تُهَرَاقُ فِي سَبِيلِ اللَّهِ . وَأَمَّا الأَثَرَانِ فَأَثَرٌ فِي سَبِيلِ اللَّهِ وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِنْ فَرَائِضِ اللَّهِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .