আনওয়ারুল হাদীস
মুখের দ্বারাও জিহাদ করা যায় -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সুনানে আবু দাউদ
হাদীস নং:২৪৯৬
আন্তর্জাতিক নং: ২৫০৪
২৮৮. যুদ্ধ পরিহার করা অন্যায়।
২৪৯৬. মুসা ইবনে ইসমাঈল .... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের জান-মাল দিয়ে এবং বাক্য প্রয়োগ তথা লেখনির মাধ্যমে মুশরিকদের বিরদ্ধে যুদ্ধ কর।
باب كَرَاهِيَةِ تَرْكِ الْغَزْوِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : " جَاهِدُوا الْمُشْرِكِينَ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ وَأَلْسِنَتِكُمْ " .

তাহকীক:
তাহকীক চলমান