আনওয়ারুল হাদীস

ইসলামে জিহাদের মূলনীতি -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৩৯৩৬
৩. তৃতীয় অনুচ্ছেদ - কাফির রাষ্ট্রপ্রধানদের নিকট পত্র প্রেরণ ও ইসলামের প্রতি আহবান
৩৯৩৬। আবু ওয়ায়েল (রঃ) বলেন, হযরত খালেদ ইবনে ওয়ালীদ (রাঃ) পারস্য বাসীদের নিকট পত্র প্রেরণ করিলেন। বিসমিল্লাহির রহমানির রাহীম, খালেদ ইবনে ওয়ালীদের পক্ষ হইতে পারস্যের সরদারগণসহ রুস্তম ও মেহরানের প্রতি। সঠিক পথের অনুসারীদের প্রতি সালাম। অতঃপর আমরা তোমাদিগকে ইসলামের দিকে আহ্বান করিতেছি। যদি তোমরা ইহাতে অস্বীকার কর, তাহা হইলে নতিস্বীকার করিয়া স্বহস্তে জিযিয়া আদায় কর। (আর যদি উহা আদায় করিতে অস্বীকার কর তবে জানিয়া রাখ,) আমার সঙ্গে এমন এক বাহিনী রহিয়াছে, যাহারা আল্লাহর রাস্তায় জীবনদানকে ভালবাসে, যেমন পারস্যবাসী মদ্যপানকে ভালবাসিয়া থাকে। সত্য ও সরল পথের অনুসারীদের প্রতি শান্তি বর্ষিত হউক। —শরহে সুন্নাহ্
الْفَصْل الثَّالِث
عَن أبي وائلٍ قَالَ: كَتَبَ خَالِدُ بْنُ الْوَلِيدِ إِلَى أَهْلِ فَارِسَ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْ خَالِدِ بْنِ الْوَلِيدِ إِلَى رُسْتَمَ وَمِهْرَانَ فِي مَلَأِ فَارِسَ. سَلَامٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى. أَمَّا بَعْدُ فَإِنَّا نَدْعُوكُمْ إِلَى الْإِسْلَامِ فَإِنْ أَبَيْتُمْ فَأَعْطُوا الْجِزْيَةَ عَنْ يَدٍ وَأَنْتُمْ صَاغِرُونَ فَإِنْ أَبَيْتُمْ فَإِنَّ مَعِيَ قَوْمًا يُحِبُّونَ الْقَتْلَ فِي سَبِيلِ اللَّهِ كَمَا يُحِبُّ فَارِسُ الْخَمْرَ وَالسَّلَامُ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى. رَوَاهُ فِي شَرْحِ السّنة 0
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান