আনওয়ারুল হাদীস

শহীদী মৃত্যুতে কষ্ট নেই -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৩৮৩৬
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮৩৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ শহীদ কতল বা হত্যার ব্যথা ততটুকুই অনুভব করে, যতটুকু তোমাদের কেহ পিঁপড়ার দংশনে ব্যথা অনুভব করিয়া থাকে। – তিরমিযী, নাসায়ী ও দারেমী এবং তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি হাসান ও গরীব।
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّهِيدُ لَا يَجِدُ أَلَمَ الْقَتْلِ إِلَّا كَمَا يَجِدُ أَحَدُكُمْ أَلَمَ الْقَرْصَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান