আলফিয়্যাতুল হাদীস

প্রথম কাতারের ফযীলত -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:১১০১
২৪. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১১০১। হযরত আবু উমামা বাহেলী (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) বলিলেনঃ প্রথম ছফের প্রতি আল্লাহ্ ও তাঁহার ফিরিশতাগণের 'সালাত' হউক। ইহা শুনিয়া সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! দ্বিতীয় ছফের প্রতিও (এইরূপ দো'আ হউক)। তিনি বলিলেন, প্রথম ছফের প্রতি আল্লাহ্ ও তাঁহার ফিরিশতাগণের 'সালাত' হউক। সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! দ্বিতীয় ছফের প্রতিও। তিনি বলিলেন, প্রথম ছফের প্রতি আল্লাহ্ ও তাঁহার ফিরিশতাগণের 'সালাত' হউক। সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্ দ্বিতীয় ছফের প্রতিও। তিনি বলিলেন, হ্যাঁ, দ্বিতীয় ছফের প্রতিও। রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলিলেন, তোমরা তোমাদের ছফ সোজা করিবে, তোমাদের বাহুমূলসমূহকে একে অন্যের সহিত সমপর্যায়ে রাখিবে এবং তোমাদের ভাইদের হাতে উহাদিগকে নরম রাখিবে অর্থাৎ, তাহারা মিলাইতে চাহিলে মিলিয়া যাইবে, আর তোমাদের মধ্যকার ফাঁকসমূহকে পূর্ণ করিবে। কেননা, শয়তান তোমাদের মধ্যে প্রবেশ করে ছোট কাল ভেড়ার বাচ্চার ন্যায়। – আহমদ
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِّ الْأَوَّلِ» قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَعَلَى الثَّانِي قَالَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِّ الْأَوَّلِ» قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَعَلَى الثَّانِي قَالَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِّ الْأَوَّلِ» قَالُوا يَا رَسُولَ الله وعَلى الثَّانِي؟ قَالَ: «وعَلى الثَّانِي» قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَوُّوا صُفُوفَكُمْ وَحَاذُوا بَيْنَ مَنَاكِبِكُمْ وَلِينُوا فِي أَيْدِي إِخْوَانِكُمْ وَسُدُّوا الْخَلَلَ فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ بَيْنَكُمْ بِمَنْزِلَةِ الْحَذَفِ» يَعْنِي أَوْلَادَ الضَّأْنِ الصِّغَارِ. رَوَاهُ أَحْمد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান