আলফিয়্যাতুল হাদীস
অজুর নিয়ম -এর বিষয়সমূহ
৬ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং:১৮১০
আন্তর্জাতিক নং: ১৯৩৪
১২১০. রোযাদারের জন্য কাঁচা বা শুকনো মিসওয়াক ব্যবহার করা।
১৮১০। আবদান (রাহঃ) ......... হুমরান (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান (রাযিঃ) কে উযু করতে দেখেছি। তিনি তিনবার হাতের উপর পানি ঢাললেন। এরপর তিনি কুলি করলেন, নাকে পানি দিলেন। তারপর তিনবার চেহারা (মুখমণ্ডল) ধুলেন। এরপর ডান হাত কনুই পর্যন্ত তিনবার ধুলেন এবং বামহাত কনুই পর্যন্ত তিনবার ধুলেন। এরপর তিনি মাথা মাসাহ করলেন। তারপর ডান পা তিনবার ধুলেন তারপর বাম পা তিনবার ধুলেন। এরপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে উযু করতে দেখেছি আমার এ উযুর মতই। এরপর তিনি বলেছেন, যে ব্যক্তি আমার এ উযুর মত উযু করে দু’রাক’আত নামায আদায় করবে এবং মনে মনে কোন কিছুর চিন্তা-ভাবনায় লিপ্ত হবে না, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে।
بَابُ سِوَاكِ الرَّطْبِ وَاليَابِسِ لِلصَّائِمِ
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، قَالَ حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ حُمْرَانَ، رَأَيْتُ عُثْمَانَ ـ رضى الله عنه ـ تَوَضَّأَ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ ثَلاَثًا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمَرْفِقِ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرَى إِلَى الْمَرْفِقِ ثَلاَثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى ثَلاَثًا، ثُمَّ الْيُسْرَى ثَلاَثًا، ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ قَالَ " مَنْ تَوَضَّأَ وُضُوئِي هَذَا، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ، لاَ يُحَدِّثُ نَفْسَهُ فِيهِمَا بِشَىْءٍ، إِلاَّ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ".
জামে' তিরমিযী
হাদীস নং:৪৮
আন্তর্জাতিক নং: ৪৮
নবী (ﷺ) এর উযু কেমন ছিল।
৪৮. হান্নাদ ও কুতায়বা ..... আবু হায়্যা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আলী (রাযিঃ) কে একদিন উযু করতে দেখলাম। তিনি প্রথমে কবজি পর্যন্ত দুই হাত খুব পরিস্কার করে ধুলেন। পরে তিনবার কুলী করলেন, তিনবার নাকে পানি দিলেন, তিনবার চেহারা ধুলেন, দুই হাত তিনবার ধুলেন, একবার মাথা মাসাহ করলেন এবং গোড়ালির হাড্ডি পর্যন্ত দু্ পা ধুলেন, তারপর তিনি দাঁড়ালেন এবং উযুর অবশিষ্ট পানি নিয়ে তা দাঁড়িয়েই পান করলেন এবং বললেন আমার মনে ইচ্ছা জাগল যে, রাসূল (ﷺ) এর পবিত্রতা অর্জনের পদ্ধতি কি ছিল তা তোমাদের দেখাই।
باب مَا جَاءَ فِي وُضُوءِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَيْفَ كَانَ
حَدَّثَنَا هَنَّادٌ، وَقُتَيْبَةُ، قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي حَيَّةَ، قَالَ رَأَيْتُ عَلِيًّا تَوَضَّأَ فَغَسَلَ كَفَّيْهِ حَتَّى أَنْقَاهُمَا ثُمَّ مَضْمَضَ ثَلاَثًا وَاسْتَنْشَقَ ثَلاَثًا وَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَذِرَاعَيْهِ ثَلاَثًا وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّةً ثُمَّ غَسَلَ قَدَمَيْهِ إِلَى الْكَعْبَيْنِ ثُمَّ قَامَ فَأَخَذَ فَضْلَ طَهُورِهِ فَشَرِبَهُ وَهُوَ قَائِمٌ ثُمَّ قَالَ أَحْبَبْتُ أَنْ أُرِيَكُمْ كَيْفَ كَانَ طُهُورُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُثْمَانَ وَعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ وَابْنِ عَبَّاسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَالرُّبَيِّعِ وَعَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ وَعَائِشَةَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمْ .

তাহকীক:
তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৩৯৫
৪. প্রথম অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৩৯৫। হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, (একদা) রাসূলুল্লাহ (ﷺ) অজু করলেন (এবং অজুর স্থানসমূহ ধৌত করলেন) শুধু এক একবার করে। একবারের বেশী ধৌত করলেন না। -বুখারী
بَابُ سُنَنِ الْوُضُوْءِ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ: تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً مَرَّةً لَمْ يَزِدْ عَلَى هَذَا. رَوَاهُ الْبُخَارِيُّ

তাহকীক:
তাহকীক চলমান
সহীহ বুখারী
হাদীস নং:১৫৮
আন্তর্জাতিক নং: ১৫৮
১১৮। উযুতে দু’বার করে ধোয়া
১৫৮। হুসাইন ইবনে ঈসা (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) উযুতে দু’বার করে ধুয়েছেন।
باب الْوُضُوءِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ
حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عِيسَى، قَالَ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ.

তাহকীক:
তাহকীক চলমান
সুনানে নাসায়ী
হাদীস নং:১৪০
আন্তর্জাতিক নং: ১৪০
ওযুতে সীমালঙ্ঘন
১৪০। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন একজন বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে তাকে উযু সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে উযুর অঙ্গ তিন-তিনবার ধৌত করে দেখালেন। আর বললেন- এরূপেই করতে হয়। যে ব্যক্তি এর উপর বাড়ালো সে অন্যায় করল, সীমালঙ্ঘন ও যুলূম করল।
الاعتداء في الوضوء
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا يَعْلَى، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَسْأَلُهُ عَنِ الْوُضُوءِ فَأَرَاهُ الْوُضُوءَ ثَلاَثًا ثَلاَثًا ثُمَّ قَالَ " هَكَذَا الْوُضُوءُ فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ وَتَعَدَّى وَظَلَمَ "

তাহকীক:
তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং:৩১১
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
৩১১. হযরত উবাই ইব্ন কাব (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: যে ব্যক্তি উযূ করবে, তার জন্য উযূর অঙ্গগুলো একবার ধোয়া অবশ্যই কর্তব্য। যে ব্যক্তি উযূর অঙ্গগুলো দুইবার ধোবে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব, আর যে ব্যক্তি উযূর অঙ্গুগুলো তিনবার ধৌত করবে, তা হল আমার এবং পূর্বেকার আম্বিয়ায়ে কিরামের উযু।
( ইমাম আহমাদ ও ইবন মাজাহ হাদীটি বর্ণনা করেছেন। তাঁদের দু'জনের সনদে যায়দ আমনী নামে জনৈক রাবী রয়েছেন, তিনি বিশ্বস্ত। আহমদ (র)-এর অবশিষ্ট বর্ণনা সূত্রগুলো সহীহ সূত্রে বর্ণিত। ইবন মাজাহ (র) হযরত ইবন উমর (রা) হতে আরো দীর্ঘ বর্ণনায় দুর্বল সনদে হাদীসটি উদ্ধৃত করেন।)
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
311 - وَعَن أبي بن كَعْب رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من تَوَضَّأ وَاحِدَة فَتلك وَظِيفَة الْوضُوء الَّتِي لَا بُد مِنْهَا وَمن تَوَضَّأ اثْنَيْنِ فَلهُ كفلان من الْأجر وَمن تَوَضَّأ ثَلَاثًا فَذَلِك وضوئي ووضوء الْأَنْبِيَاء قبلي
رَوَاهُ الإِمَام أَحْمد وَابْن مَاجَه وَفِي إسنادهما زيد الْعمي وَقد وثق وَبَقِيَّة رُوَاة أَحْمد رُوَاة الصَّحِيح وَرَوَاهُ ابْن مَاجَه أطول مِنْهُ من حَدِيث ابْن عمر بِإِسْنَاد ضَعِيف
رَوَاهُ الإِمَام أَحْمد وَابْن مَاجَه وَفِي إسنادهما زيد الْعمي وَقد وثق وَبَقِيَّة رُوَاة أَحْمد رُوَاة الصَّحِيح وَرَوَاهُ ابْن مَاجَه أطول مِنْهُ من حَدِيث ابْن عمر بِإِسْنَاد ضَعِيف

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: