আলফিয়্যাতুল হাদীস

ঝড়ের সময় পড়ার দোয়া -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:১৫১৯
৫৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫১৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, যখন বায়ু প্রবাহিত হইতে আরম্ভ করিত, নবী করীম (ﷺ) জানু ঠেক দিয়া বসিতেন এবং বলিতেন, “আল্লাহ্ ! ইহাকে রহমতস্বরূপ কর, আযাবস্বরূপ করিও না। আল্লাহ্ । ইহাকে বাতাসে পরিণত কর এবং ঝড়ে পরিণত করিও না।” — শাফেয়ী, বায়হাকী দাআওয়াতুল কবীরে
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَا هَبَّتْ رِيحٌ قَطُّ إِلَّا جَثَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم على رُكْبَتَيْهِ وَقَالَ: «اللَّهُمَّ اجْعَلْهَا رَحْمَةً وَلَا تَجْعَلْهَا عَذَابًا اللَّهُمَّ اجْعَلْهَا رِيَاحًا وَلَا تَجْعَلْهَا رِيحًا» . قَالَ ابْنُ عَبَّاسٍ فِي كِتَابِ اللَّهِ تَعَالَى: (إِنَّا أرسلنَا عَلَيْهِم ريحًا صَرْصَرًا)

و (أرسلنَا عَلَيْهِم الرّيح الْعَقِيم)

(وَأَرْسَلْنَا الرِّيَاح لَوَاقِح)

و (أَن يُرْسل الرِّيَاح مُبَشِّرَات)

رَوَاهُ الشَّافِعِي وَالْبَيْهَقِيّ فِي الدَّعْوَات الْكَبِير
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা