আলফিয়্যাতুল হাদীস

বাজারে প্রবেশের দুআ -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:২৪৫৬
৫. তৃতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৫৬। হযরত বুরায়দা (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন বাজারে প্রবেশ করিতেন, বলিতেন, “বিসমিল্লাহ্, আল্লাহ্! তোমার কাছে আমি এই বাজারের মঙ্গল এবং ইহাতে যাহা রহিয়াছে তাহার মঙ্গল চাহি এবং আমি পানাহ্ চাহি উহার অমঙ্গল হইতে এবং উহাতে যাহা আছে তাহার অমঙ্গল হইতে। আল্লাহ্! আমি তোমার কাছে পানাহ্ চাহি উহাতে যেন কোন লোকসানজনক বেচাকেনার ফাঁদে না পড়ি।” – বায়হাকী দা'ওয়াতুল কবীরে
وَعَن بُرَيْدَة قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ السُّوقَ قَالَ: «بِسْمِ اللَّهِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ السُّوقِ وَخَيْرِ مَا فِيهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُصِيبَ فِيهَا صَفْقَةً خَاسِرَةً» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي الدَّعَوَاتِ الْكَبِير
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:২৪৩১
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৩১। হযরত ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি বাজারে প্রবেশ করিয়া বলে – “আল্লাহ্ ব্যতীত কোন মা'বূদ নাই, তিনি এক, তাঁহার কোন শরীক নাই, তাঁহারই রাজত্ব, তাঁহারই প্রশংসা, তিনি জীবন দান করেন ও মৃত্যু দান করেন, তিনি চিরঞ্জীব, কখনও মৃত্যুবরণ করিবেন না। তাঁহার হাতেই কল্যাণ এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান।” –আল্লাহ্ তাহার জন্য দশ লক্ষ পুণ্য লিখিবেন, দশ লক্ষ পাপ মুছিয়া দিবেন, অধিকন্তু তাহার দশ লক্ষ মর্যাদা বাড়াইয়া দিবেন এবং বেহেশতে তাহার জন্য একটি ঘর প্রস্তুত করিবেন। -তিরমিযী ও ইবনে মাজাহ্। কিন্তু তিরমিযী বলেন, হাদীসটি গরীব। আর শরহে সুন্নাহয় 'বাজার' শব্দের স্থলে রহিয়াছে 'বড় বাজার', যেখানে বেচা-বিক্রি হয়।
وَعَنْ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ دَخَلَ السُّوقَ فَقَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ أَلْفَ حَسَنَةٍ وَمَحَا عَنْهُ أَلْفَ أَلْفَ سَيِّئَةٍ وَرَفَعَ لَهُ أَلْفَ أَلْفَ دَرَجَةٍ وَبَنَى لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَفِي شَرْحِ السُّنَّةِ: «مَنْ قَالَ فِي سُوقٍ جَامِعٍ يباعُ فِيهِ» بدل «من دخل السُّوق»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান