আলফিয়্যাতুল হাদীস

মহান আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ করা -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং:৬৮৭২
আন্তর্জাতিক নং: ৭৩৭৬
৩১০৪. আল্লাহর ইরশাদ: আপনি বলে দিন, তোমরা আল্লাহ নামে আহবান কর বা রহমান নামে আহবান কর, তোমরা যে নামেই আহবান করনা কেন, সকল সুন্দর নামই তাঁর (১৭ঃ ১১০)।
৬৮৭২। মুহাম্মাদ (রাহঃ) ......... জারীর ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তার প্রতি দয়া দেখান না, যে মানুষের প্রতি দয়া দেখায় না।
بَابُ قَوْلِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى: {قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيًّا مَا تَدْعُوا فَلَهُ الأَسْمَاءُ الْحُسْنَى}
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، وَأَبِي، ظَبْيَانَ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ ".

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৪৯৯৮
আন্তর্জাতিক নং: ৪৯৯৯
১৫. তৃতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৯৮। হযরত আনাস ও আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সমস্ত মাখলুক আল্লাহ্ তা'আলার পরিবার। সুতরাং মাখলুকের মধ্যে আল্লাহ্ তা'আলার কাছে সে-ই সর্বাপেক্ষা প্রিয়, যে আল্লাহর পরিবারের সহিত সদ্ব্যবহার করে। —হাদীস তিনটি বায়হাকী শো আবুল ঈমানে
وَعنهُ وَعَن عبد الله قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْخَلْقُ عِيَالُ اللَّهِ فَأَحَبُّ الْخَلْقِ إِلَى اللَّهِ مَنْ أَحْسَنَ إِلَى عِيَالِهِ» . رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَةَ فِي «شُعَبِ الْإِيمَانِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান