আলফিয়্যাতুল হাদীস
তালবিয়া পাঠের পর দুআ করা -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:২৫৫২
১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৫২। হযরত উমারা তাঁহার পিতা খুযায়মা ইবনে সাবেত হইতে এবং তিনি নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি (নবী করীম) যখন তালবিয়া হইতে অবসর গ্রহণ করিলেন, আল্লাহর নিকট তাঁহার সন্তোষ প্রার্থনা করিলেন ও জান্নাত চাহিলেন, অতঃপর তাঁহার নিকট দোযখের আগুন হইতে ক্ষমা চাহিলেন তাঁহার রহমতের উসীলায়। —শাফেয়ী
وَعَنْ عِمَارَةَ بْنِ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا فَرَغَ مِنْ تَلْبِيَتِهِ سَأَلَ اللَّهَ رِضْوَانَهُ وَالْجَنَّةَ وَاسْتَعْفَاهُ بِرَحْمَتِهِ مِنَ النَّارِ. رَوَاهُ الشَّافِعِي

তাহকীক:
তাহকীক চলমান