আলফিয়্যাতুল হাদীস
নারীদের ইহরাম -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:২৬৮৯
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৮৯। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে নিষেধ করিতে শুনিয়াছেন, স্ত্রীলোকেরা তাহাদের এরামে দাস্তানা, বোরকা এবং যে কাপড় ওয়ার্স বা জাফরানে রঞ্জিত তাহা পরিতে। ইহার পর তাহারা পরিতে পারে যেকোন রকমের কাপড় পছন্দ করে—কুসুমী হউক বা রেশমী অথবা যেকোন রকমের জেওর অথবা পায়জামা বা পিরান বা মোজা। –আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَنِ ابْنِ عُمَرَ: أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى النِّسَاءَ فِي إِحْرَامِهِنَّ عَنِ الْقُفَّازَيْنِ وَالنِّقَابِ وَمَا مَسَّ الْوَرْسُ وَالزَّعْفَرَانُ مِنَ الثِّيَابِ وَلْتَلْبَسْ بَعْدَ ذَلِكَ مَا أحبَّتْ من ألوانِ الثيابِ معصفر أوخز أَو حلي أَو سروايل أَو قميصٍ أَو خُفٍّ. رَوَاهُ أَبُو دَاوُد

তাহকীক:
তাহকীক চলমান
