আলফিয়্যাতুল হাদীস

‘আইয়্যামে বীয'-এর রোযা -এর বিষয়সমূহ

টি হাদীস

সুনানে আবু দাউদ

হাদীস নং:২৪৪১
আন্তর্জাতিক নং: ২৪৪৯
২৫৯. প্রতিমাসে তিনদিন রোযা রাখা।
২৪৪১. মুহাম্মাদ ইবনে কাসীর .... ইবনে মিলহান আল-কায়সী তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে আইয়ামে বীয্ অর্থাৎ চন্দ্র মাসের তেরো, চৌদ্দ ও পনের তারিখে রোযা রাখার নির্দেশ দিতেন। তিনি (ইবনে মিলহান) বলেন, তিনি বলেছেনঃ এ রোযাগুলোর মর্যাদা (ফযীলত) সারা বছর রোযা রাখার সমতুল্য।
باب فِي صَوْمِ الثَّلاَثِ مِنْ كُلِّ شَهْرٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ أَنَسٍ، أَخِي مُحَمَّدٍ عَنِ ابْنِ مِلْحَانَ الْقَيْسِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُنَا أَنْ نَصُومَ الْبِيضَ ثَلاَثَ عَشْرَةَ وَأَرْبَعَ عَشْرَةَ وَخَمْسَ عَشْرَةَ . قَالَ وَقَالَ " هُنَّ كَهَيْئَةِ الدَّهْرِ " .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

rabi
বর্ণনাকারী: