আলফিয়্যাতুল হাদীস
শাবান মাসে নফল রোজা বেশি রাখা -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:২০৩৬
৬. প্রথম অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৩৬। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা রাখিতে থাকিতেন যাহাতে আমরা বলিতাম যে, তিনি আর রোযা ছাড়িবেন না। এভাবে তিনি রোযা ছাড়িতে আরম্ভ করিতেন, যাহাতে আমরা বলিতাম যে, তিনি বুঝি আর (এ মাসে) রোযা রাখিবেন না। আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনও রমযান ছাড়া পূর্ণ মাস রোযা রাখিতে দেখি নাই এবং এই শা'বান অপেক্ষা কোন মাসে অধিক রোযা রাখিতেও দেখি নাই।
অপর এক রেওয়ায়তে আছে, হযরত আয়েশা (রাঃ) বলেন, হুযূর পূর্ণ শা'বান মাসেই রোযা রাখিতেন (অর্থাৎ) কয়েক দিন ব্যতীত পূর্ণ শা'বান রোযা রাখিতেন। -মোত্তাঃ
بَابُ صِيَامِ التَّطَوُّعِ
عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ: لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ: لَا يَصُومُ وَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتكْمل صِيَام شهر قطّ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ فِي شَهْرٍ أَكْثَرَ مِنْهُ صِيَامًا فِي شَعْبَانَ
وَفِي رِوَايَةٍ قَالَتْ: كَانَ يَصُوم شعْبَان كُله وَكن يَصُوم شعْبَان إِلَّا قَلِيلا
وَفِي رِوَايَةٍ قَالَتْ: كَانَ يَصُوم شعْبَان كُله وَكن يَصُوم شعْبَان إِلَّا قَلِيلا

তাহকীক:
তাহকীক চলমান