আলফিয়্যাতুল হাদীস
সাওয়াবের নিয়তে পরিবারের জন্য ব্যয় করাও মুমিনের জন্য সাদাকা -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:১৯৩০
৭. প্রথম অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৩০। হযরত আবু মাসউদ আনসারী (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যখন কোন মুসলমান আপন পরিবারের প্রতি কোন খরচ করে আর উহার সওয়াবের আশা রাখে উহা তাহার পক্ষে দানস্বরূপ হয়। মোত্তাঃ
وَعَنْ أَبِي مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إِذا أَنْفَقَ الْمُسْلِمُ نَفَقَةً عَلَى أَهْلِهِ وَهُوَ يَحْتَسِبُهَا كَانَت لَهُ صَدَقَة»

তাহকীক:
তাহকীক চলমান
