আলফিয়্যাতুল হাদীস
কোন সাদাকা উত্তম ও সাওয়াবে অধিক -এর বিষয়সমূহ
২ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:১৮৬৭
৫. প্রথম অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৬৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ্! কোন পান সওয়াবের দিক দিয়া বড়? হুযূর বলিলেনঃ যখন তুমি সুস্থ থাক, ধনের প্রতি লোভ পোষণ কর; অপর দিকে ভয় কর তুমি দারিদ্রের এবং আশা রাখ ধনী হওয়ার—তখনকার দান। সুতরাং তুমি অপেক্ষা করিবে না দান করিতে তোমার প্রাণ ওষ্ঠাগত হওয়ার সময় পর্যন্ত, তখন তুমি বলিবে—এই মাল অমুকের জন্য, আর এই মাল অমুকের জন্য, অথচ মাল অমুকের হইয়াই গিয়াছে। — মোত্তাঃ
بَابُ الْإِنْفَاقِ وَكَرَاهِيَةِ الْإِمْسَاكِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَعْظَمُ أَجْرًا؟ قَالَ: أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ تَخْشَى الْفَقْرَ وَتَأْمُلُ الْغِنَى وَلَا تُمْهِلَ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ قُلْتَ: لِفُلَانٍ كَذَا وَلِفُلَانٍ كَذَا وَقَدْ كَانَ لِفُلَانٍ

তাহকীক:
তাহকীক চলমান

মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:১৯৩৮
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৩৮। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, একবার তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! কোন্ দান শ্রেষ্ঠ? হুযূর (ﷺ) বলিলেনঃ গরীবের কষ্টের দান এবং তুমি তোমার দান আরম্ভ করিবে তোমার পোষ্যদের ধরিয়া। – আবু দাউদ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «جُهْدُ الْمُقِلِّ وَابْدَأْ بِمَنْ تَعُولُ» . رَوَاهُ أَبُو دَاوُد

তাহকীক:
তাহকীক চলমান
