আলফিয়্যাতুল হাদীস
স্বীয় আকাঙ্ক্ষা ও চাওয়া ব্যতীত আসা সম্পদ গ্রহণে বাধা নেই -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:১৮৪৫
৪. প্রথম অনুচ্ছেদ - যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল
১৮৪৫। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে (আমার যাকাত উসূল করার বিনিময়ে) কিছু দিতে চাহিতেন আর আমি বলিতাম, হুযূর আমা অপেক্ষা যে অধিক মোহতাজ তাহাকে ইহা দিন। হুযুর বলিতেন, ইহা গ্রহণ কর এবং নিজের অধিকারে আন। অতঃপর তুমি নিজে উহা দান কর। শুন। তোমার আগ্রহ ও যাচনা ব্যতীত এই ধন-সম্পদের যাহা তোমার নিকটে আসে, তাহা গ্রহণ করিও এবং যাহা এইরূপে আসিবে না তাহার পিছনেও নিজের মনকে লাগাইও না। মোত্তাঃ
بَاب مَنْ لَا تَحِلُّ لَهُ الْمَسْأَلَةُ وَمَنْ تَحِلُّ لَه
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْطِينِي الْعَطَاءَ فَأَقُولُ: أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي. فَقَالَ: «خُذْهُ فَتَمَوَّلْهُ وَتَصَدَّقْ بِهِ فَمَا جَاءَكَ مِنْ هَذَا الْمَالِ وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلَا سَائِلٍ فَخذه. ومالا فَلَا تتبعه نَفسك»

তাহকীক:
তাহকীক চলমান
