আলফিয়্যাতুল হাদীস
জানাযার নামাযে মাইয়্যেতের জন্য দুআ করা -এর বিষয়সমূহ
৪ টি হাদীস
সুনানে আবু দাউদ
হাদীস নং:৩১৮৫
আন্তর্জাতিক নং: ৩১৯৯
২৩৯. মৃত ব্যক্তির জন্য দুআ করা।
৩১৮৫. আব্দুল আযীয ইবনে ইয়াহয়া হুররানি (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছিঃ যখন তোমরা কোন মৃত ব্যক্তির জানাযার নামায আদায় করবে, তখন তার জন্য ইখলাস বা আন্তরিকতার সাথে দুআ করবে।
باب الدُّعَاءِ لِلْمَيِّتِ
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى الْحَرَّانِيُّ، حَدَّثَنِي مُحَمَّدٌ، - يَعْنِي ابْنَ سَلَمَةَ - عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ " .
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:১৬৫৫
৫. প্রথম অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৫৫। হযরত আওফ ইবনে মালেক আজায়ী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জানাযার নামায পড়িলেন। আমি তাহার দোআর কিছু অংশ মনে রাখিয়াছি। তিনি উহাতে এইরূপ বলিলেন:
"হে আল্লাহ! তুমি তাহাকে ক্ষমা কর, তাহার প্রতি দয়া কর, তাহাকে শাস্তিতে রাখ, তাহাকে মাফ কর, তাহাকে সম্মানিত আতিথ্য দান কর, তাহার স্থানকে প্রসারিত কর, তাহাকে পানি, বরফ ও বৃষ্টির দ্বারা ধুইয়া লও, (অর্থাৎ, তাহার গোনাহ মাফ কর,) তাহাকে গোনাহ-খাতা হইতে পরিষ্কার করিয়া লও, যেভাবে তুমি পরিষ্কার করিয়া লও সাদা কাপড়কে ময়লা হইতে, তাহাকে দান কর তুমি তাহার ঘর অপেক্ষা উত্তম ঘর, তাহার পরিবার অপেক্ষা উত্তম পরিবার এবং তাহার স্ত্রী অপেক্ষা উত্তম স্ত্রী, দান কর তাহাকে জান্নাত এবং নিরাপদে রাখ তাহাকে কবর আযাব হইতে ও দোযখের আযাব হইতে।" অপর বর্ণনায় আছে, “বাঁচাইয়া রাখ তাহাকে কবরের বিপদ হইতে এবং দোযখের আযাব হইতে। " আওফ বলেন, যাহাতে আমি বাসনা করিতে লাগিলাম যে, আহা, যদি আমি এই মৃত ব্যক্তি হইতাম! মুসলিম
الْمَشْيُ بِالْجَنَازَةِ وَالصَّلَاةُ عَلَيْهَا
وَعَنْ عَوْفِ بْنِ مَالِكٍ قَالَ: صَلَّى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَنَازَةٍ فَحَفِظْتُ مِنْ دُعَائِهِ وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدنس وأبدله دَارا خيرا من دَاره وَأهلا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأدْخلهُ الْجنَّة وأعذه من عَذَاب الْقَبْر وَمن عَذَاب النَّار» . وَفِي رِوَايَةٍ: «وَقِهِ فِتْنَةَ الْقَبْرِ وَعَذَابَ النَّارِ» قَالَ حَتَّى تَمَنَّيْتُ أَنْ أَكُونَ أَنَا ذَلِكَ الْمَيِّت. رَوَاهُ مُسلم

তাহকীক:
তাহকীক চলমান

মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:১৬৭৫
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৭৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন জানাযার নামায পড়িতেন, বলিতেন, “আল্লাহ্! ক্ষমা কর তুমি আমাদের জিন্দাদিগকে ও আমাদের মুর্দাদিগকে, আমাদের উপস্থিতদিগকে ও আমাদের অনুপস্থিতদিগকে, আমাদের ছোট দিগকে ও আমাদের বড়দিগকে, আমাদের পুরুষদিগকে ও আমাদের নারীদিগকে। আল্লাহ্! তুমি আমাদের মধ্যে যাহাকে জিন্দা রাখিবে, জিন্দা রাখ তাহাকে ইসলামের সাথে এবং আমাদের মধ্যে যাহাকে মৃত্যু দান করিবে, মৃত্যু দান কর তাহাকে ঈমানের সাথে। আল্লাহ্! বঞ্চিত করিও না আমাদিগকে তাহার (মৃত্যুতে যে আমাদের কষ্ট হইয়াছে উহার) সওয়াব হইতে এবং বিপদে ফেলিও না আমাদিগকে তাহার (মৃত্যুর) পরে। – আহমদ, আবু দাউদ, তিরমিযী ও ইবনে মাজাহ্
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى عَلَى الْجَنَازَةِ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا. اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ. اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ وَلَا تَفْتِنَّا بَعْدَهُ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ

তাহকীক:
তাহকীক চলমান

মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:১৬৭৭
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৭৭। হযরত ওয়াসেলা ইবনে আসকা' (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের লইয়া মুসলমানদের এক ব্যক্তির জানাযার নামায পড়িলেন। তখন শুনিলাম, তিনি বলিতেছেন, “আল্লাহ্! অমুকের পুত্র অমুক তোমার দায়িত্বে এবং তোমার প্রতিবেশীত্বের আশ্রয়ে রহিল। অতএব, তুমি তাহাকে কবরের বিপদ এবং দোযখের আযাব হইতে রক্ষা করিও! তুমি হইতেছ প্রতিশ্রুতি রক্ষাকারী ও সত্যের অধিকারী। আল্লাহ্! তুমি তাহাকে ক্ষমা করিও এবং তাহার প্রতি দয়া করিও। কেননা, নিশ্চয় তুমি হইতেছ অতি ক্ষমাশীল ও দয়াবান।” –আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ فَسَمِعْتُهُ يَقُولُ: «اللَّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ وَحَبْلِ جِوَارِكَ فَقِهِ مِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْن مَاجَه

তাহকীক:
তাহকীক চলমান
