আলফিয়্যাতুল হাদীস

বিপদগ্রস্থকে সান্ত্বনা দেওয়ার ফজিলত -এর বিষয়সমূহ

টি হাদীস

জামে' তিরমিযী

হাদীস নং:১০৭৩
আন্তর্জাতিক নং: ১০৭৩
বিপদগ্রস্থ লোককে সান্ত্বনা দেওয়ার সাওয়াব।
১০৭৩. ইউসূফ ইবনে ঈসা (রাহঃ) .... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, কেউ যদি কোন বিপদগ্রস্থ লোককে সান্ত্বনা দেয় তবে সে সেই ব্যক্তির অনুরূপ প্রতিদান পাবে। - ইবনে মাজাহ ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। আলী ইবনে আসিম (রাহঃ)-এর সূত্র ছাড়া এটি মারফু হিসেবে বর্ণিত বলে আমরা জানি না। কেউ কেউ এ সনদে মুহাম্মাদ ইবনে সূকা (রাহঃ) থেকে মাউকুফরূপে অনুরূপ বর্ণনা করেছেন। তাঁরা এটিকে মারফূ, হিসাবে রিওয়ায়াত করেন নি। বলা হয় এই হাদীসের কারণেই অধিকাংশ ক্ষেত্রে আলী ইবনে আসিম সমালোচনার পরীক্ষায় পড়েছেন; হাদীসবিদগণ তাঁকে দোষী করেছেন।
باب مَا جَاءَ فِي أَجْرِ مَنْ عَزَّى مُصَابًا
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَاصِمٍ، قَالَ حَدَّثَنَا وَاللَّهِ، مُحَمَّدُ بْنُ سُوقَةَ عَنْ إِبَرْاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ عَزَّى مُصَابًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ عَلِيِّ بْنِ عَاصِمٍ . وَرَوَى بَعْضُهُمْ عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ مَوْقُوفًا وَلَمْ يَرْفَعْهُ . وَيُقَالُ أَكْثَرُ مَا ابْتُلِيَ بِهِ عَلِيُّ بْنُ عَاصِمٍ بِهَذَا الْحَدِيثِ نَقَمُوا عَلَيْهِ .