আলফিয়্যাতুল হাদীস

দুই ঈদের নামাজে আজান ও ইকামত নেই -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ মুসলিম

হাদীস নং:১৯২৪
আন্তর্জাতিক নং: ৮৮৭
শিরোনামবিহীন পরিচ্ছেদ
১৯২৪। ইয়াহয়া ইবনে ইয়াহয়া, হাসান ইবনে রাবী , কুতায়বা ইবনে সাঈদ ও আবু বকর ইবনে শায়বা (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একাধিকবার আযান ইকামত ব্যতীত উভয় ঈদের নামায রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে আদায় করেছি।
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَحَسَنُ بْنُ الرَّبِيعِ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ، سَمُرَةَ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْعِيدَيْنِ غَيْرَ مَرَّةٍ وَلاَ مَرَّتَيْنِ بِغَيْرِ أَذَانٍ وَلاَ إِقَامَةٍ .